নিজস্ব প্রতিবেদনঃ আজ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জীবন দেওয়া একমাত্র সেক্টর কমান্ডার শহীদ মেজর নাজমুল হকের মৃত্যুবার্ষিকী। ১লা আগস্ট ১৯৩৮ সালে এই বীর সেনা নায়কের জন্ম চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চে মহান মুক্তিযুদ্ধের ডাকে তরুণ সৈনিক মেজর নাজমুল হকের মন দেশ মাতৃকার জন্য ব্যাকুল হয়ে উঠে। অবিভক্ত বাঙালির উপর পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীর গণহত্যা, অত্যাচার, নির্যাতন ও অবিচার সহ্য করতে না পেরে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে মুক্তিসংগ্রামে যোগ দেন। লোহাগাড়ার সূর্য সন্তান, দেশের জন্য জীবনকে উৎসর্গ করা একমাত্র সেক্টর কমান্ডার শহীদ মেজর নাজমুল হক যুদ্ধ চলাকালীন সময় ৭নং সেক্টর কমান্ডার হিসেবে কর্তব্যরত অবস্থায় ১৯৭১ সালের ২৭শে সেপ্টেম্বর মিত্রবাহিনীর সাথে উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে ভারতের শিলিগুড়ি ক্যান্টনমেন্ট থেকে স্বদেশে ফেরার পথে জিপ দুর্ঘটনায় শাহাদাৎ বরণ করেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার অন্যতম ঐতিহাসিক স্থাপনা ছোট সোনা মসজিদ প্রাঙ্গনে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ও তাঁর প্রিয় কমান্ডার মেজর নাজমুল হকের সমাধি রয়েছে। আজ তিনি আমাদের মাঝে নেই। রয়ে গেছে তাঁর স্মৃতি।
আজকের এই দিনে লোহাগাড়াবিডি.কম পরিবার গভীর শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছি।